Breaking News

অবশেষে কোহলিও নিজ মুখে স্বীকার করলেন

অবশেষে কোহলিও নিজ মুখে স্বীকার করলেন
অবশেষে কোহলিও নিজ মুখে স্বীকার করলেন
ঘরের মাঠে  নিয়মিত দাপট দেখাচ্ছে ভারত। তাদের উচিত বিদেশে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে খেলা। তবেই তারা বিশ্বের নাম্বার ওয়ান দল হয়ে উঠতে পারবে। আর এই বিষয়টি এবার নিজ মুখেই স্বীকার করলেন ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি।

সুনীল গাভাস্কারের প্রশংসার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, ‘এটা ভদ্রোচিত প্রশংসা। গাভাস্কারের কাছ থেকে এই প্রশংসা পেয়ে ভালো লাগে। কারণ, তিনি দীর্ঘদিন ধরে অনেক ভারতীয় দলকে দেখেছেন। আমাদের দল দেশের অন্যতম সেরা হতে পারে বলে মন্তব্য করেছেন গাভাস্কার। তবে আমাদের এখনো অনেক দূর যেতে হবে। এই দলটা তরুণ। আমরা এখন দেশের মাটিতে খেলছি। বিদেশে অপরিচিত পরিবেশেও যদি আমরা এই ফর্ম ধরে রাখতে পারি, তাহলে খুশি হব। ’
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ ম্যাচে ভারত হেরে গেলেও, ভারতীয় দল নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছেন বিরাট।

তিনি বলেছেন, দলের খেলার ধারা বা মানসিকতায় কোনো বদল হচ্ছে না। গতকালের ম্যাচে দুই নিয়মিত পেসার ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিয়ে মহম্মদ শামি ও উমেশ যাদবকে খেলানোর সিদ্ধান্ত নিয়ে বিরাট বলেছেন, ‘আমরা সিরিজ জিতে গেছি। তাই কোনো এক সময় যারা খেলার সুযোগ পায়নি তাদেরও সুযোগ দিতে হত। আমার মনে হয় উমেশ ভালো বল করেছে। শামিও ভালো বল করেছে। উমেশ চার উইকেট নিয়েছে। ’
বিরাট আরো বলেছেন, কোনো একটি পরিকল্পনা সফল না হলে অন্য পরিকল্পনা করার পক্ষপাতী তিনি। পরীক্ষা-নিরীক্ষা সফল না হলে সেটা নিয়ে হাহুতাশ করা তাঁর স্বভাব নয়।

No comments