Breaking News

যে ১২ জন ক্রিকেটার ১৯৯ রানে আউট হয়েছেন

যে ১২ জন ক্রিকেটার ১৯৯ রানে আউট হয়েছেন
ডিন এলগার যেন এক নায়কের নাম। তার অসাধারন ব্যাটিংয়ে খুব ভাল অবস্থানে আছে দক্ষিন আফ্রিকা।বাংলাদেশ বনাম দক্ষিন আফ্রিকার মধ্যে শুরু হওয়া ১ম টেস্টে বোলাররা যেন কোন কুল কিনারা খুঁজে পাচ্ছিলেন না। তাইতো ডিন এলগার গতকালই সেঞ্চুরিটা করে ফেলেছিলেন, অপেক্ষা ছিল ডাবল সেঞ্চুরির। 

চলতি বছর দারুণ কাটছে প্রোটিয়া ওপেনার ডিন এলগারের। ১০ ম্যাচে ১৮ ইনিংসে ৯৬৬ রান করেছেন বাঁহাতি এ ওপেনার। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরিসহ মোট ৪টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। হাফ সেঞ্চুরি আছে ৪টি।

আজ এলগারের ব্যাটিং দেখে মনে হচ্ছিল ডাবল সেঞ্ছুরি খুব তাড়াতাড়ি করে ফেলবেন। এগিয়ে যাচ্ছিলেন সেদিকেই। কিন্তু বিপত্তি ঘটালেন মোস্তাফিজ। তার নিজের রান যখন ১৯৯ তখনই স্তাফিজের বলে মুমিনুলকে ক্যাচ দিয়ে নিজের প্রথম  ডাবল সেঞ্চুরি থেকে বঞ্ছিত হলেন।

মোস্তাফিজুর রহমানের বলে ১৯৯ রানে আউট না হলে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির স্বাদ পেতেন বাঁহাতি ওপেনার। কিন্তু হতে গিয়েও হলো না ডাবল সেঞ্চুরিটি। ক্রিকেট যে এক নিষ্ঠুর খেলা তা যেন পচেফস্ট্রুমে আরেকবার প্রমাণিত হল।   

তার মত এমন দুর্ভাগা  আরও ১১জন আছেন। ডিন এলগারকে নিয়ে সংখ্যাটা দাঁড়াল ১২তে। ইতিহাস বা সংখ্যা অবশ্য প্রোটিয়া ব্যাটসম্যানের বেদনা লাঘবে কাজে আসবে না। এলগার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটাই কেবল হাতছাড়া করে ফেরেননি, ফিরেছেন যে ১৯৯ রানে।

পচেফস্ট্রমে টেস্টের দ্বিতীয় দিনে সাউথ আফ্রিকার সংগ্রহটা সাড়ে চারশর ওপরে টেনে নেয়ার পর সাজঘরে ফিরেছেন এলগার। প্রায় দেড়দিন ব্যাটিং করে ১৫ চার ও ৩ ছয়ে ৩৮৮ বলের ইনিংস সাজিয়ে। দীর্ঘ পরিশ্রমের পর এক রানের হতাশা! তাই মোস্তাফিজকে হয়তো কখনো ভুলতেই পারবেন না এলগার!

১৯৯ রানে আউট হওয়া অন্যান্য ক্রিকেটাররা হলেন : মোদাচ্ছের নজর (পাকিস্তান), মোহাম্মদ আজহারউদ্দিন (ভারত), ম্যাথু এলিয়ট (অস্ট্রেলিয়া), সনাৎ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা), স্টিভ ওয়াহ (অস্ট্রেলিয়া), অ্যান্ডি ফ্লাওয়ার (জিম্বাবুয়ে), ইউনিস খান (পাকিস্তান), ইয়ান বেল (ইংল্যান্ড), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), লোকেশ রাহুল(ভারত)।

No comments