বর্তমান ছবিগুলো মাহির মনে দাগ কাটে না
বর্তমান ছবিগুলো মাহির মনে দাগ কাটে না
মাহি বলেন, এ ছবিটির গল্পটা দারুণ। চরিত্রের প্রস্তুতি কস্টিউমসহ নানা বিষয়ের জন্য দুদিন আগেই শুটিং স্পটে হাজির হয়েছি আমি। এ ছবিতে আমার চরিত্রের নাম থাকছে মোহনা। ডানপিটে স্বভাবের একটা মেয়ের চরিত্রে অভিনয় করছি আমি। মধ্যবিত্ত একটি পরিবারের মেয়ে হিসেবে দেখা যাবে আমাকে। যার পরিবারে মা নেই। বাবা আছেন।
এদিকে মাহি তার চলচ্চিত্র ভাবনা নিয়ে বলেন, ‘মডার্ন গল্পের সিনেমাগুলো আমার ভালো লাগে না। নব্বই দশকে বিটিভিতে আমরা শুক্রবার যেসব ছবি দেখতাম ওই ছবিগুলো আমার খুব প্রিয় আজও। পারিবারিক ড্রামা থাকতো, প্রেম-বিরহ থাকতো। জীবনের ক্রাইসিস থাকতো। আর সালমান শাহ, শাবনূর ম্যাডাম তাদের ছবিগুলো এখনও মনে দাগ কেটে আছে। সেসব গানগুলো এখনও ভালো লাগে। এসব ছবির প্রতি আমার সবচেয়ে বেশি দুবর্লতা কাজ করে।’
পরিচালক রবিন খান বলেন, এ ছবিতে আরো অনেক চমক রয়েছে। এজন্য একটু অপেক্ষা করতে হবে। আজ থেকে টানা এ ছবির শুটিং চলবে। এটা আমার পরিচালিত প্রথম ছবি।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করবেন শিবলী নওমান।
মাহি বলেন, এ ছবিটির গল্পটা দারুণ। চরিত্রের প্রস্তুতি কস্টিউমসহ নানা বিষয়ের জন্য দুদিন আগেই শুটিং স্পটে হাজির হয়েছি আমি। এ ছবিতে আমার চরিত্রের নাম থাকছে মোহনা। ডানপিটে স্বভাবের একটা মেয়ের চরিত্রে অভিনয় করছি আমি। মধ্যবিত্ত একটি পরিবারের মেয়ে হিসেবে দেখা যাবে আমাকে। যার পরিবারে মা নেই। বাবা আছেন।
এদিকে মাহি তার চলচ্চিত্র ভাবনা নিয়ে বলেন, ‘মডার্ন গল্পের সিনেমাগুলো আমার ভালো লাগে না। নব্বই দশকে বিটিভিতে আমরা শুক্রবার যেসব ছবি দেখতাম ওই ছবিগুলো আমার খুব প্রিয় আজও। পারিবারিক ড্রামা থাকতো, প্রেম-বিরহ থাকতো। জীবনের ক্রাইসিস থাকতো। আর সালমান শাহ, শাবনূর ম্যাডাম তাদের ছবিগুলো এখনও মনে দাগ কেটে আছে। সেসব গানগুলো এখনও ভালো লাগে। এসব ছবির প্রতি আমার সবচেয়ে বেশি দুবর্লতা কাজ করে।’
পরিচালক রবিন খান বলেন, এ ছবিতে আরো অনেক চমক রয়েছে। এজন্য একটু অপেক্ষা করতে হবে। আজ থেকে টানা এ ছবির শুটিং চলবে। এটা আমার পরিচালিত প্রথম ছবি।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করবেন শিবলী নওমান।
No comments